ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৩১

চট্টগ্রাম কুমিল্লা বরিশাল মাদ্রাসা কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০৮ ১৩ মে ২০২৩  

ঘূর্ণিঝড় মোখার কারণে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আর আজ সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

 

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর