ঢাকা, ১৩ মার্চ বৃহস্পতিবার, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১
good-food
২৬০

চতুর্থ বিয়ে করলে ৫০ হাজার টাকা কর দিতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৪ ৭ ফেব্রুয়ারি ২০২৪  

সিটি করপোরেশন এলাকার বিবাহ নিবন্ধন কার্যক্রম শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক্ষেত্রে বিয়ের কর নির্ধারণ করেছে ডিএসসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদর্শ কর তফসিলের আওতায় প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর প্রথম বিয়ের ক্ষেত্রে কর ১০০ টাকা; প্রথম স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ৫ হাজার টাকা; প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রে কর ২০ হাজার টাকা; প্রথম তিন স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে চতুর্থ বিয়ের ক্ষেত্রে কর দিতে হবে ৫০ হাজার টাকা।

 

তবে প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হয় তাহলে পরবর্তী বিয়ের ক্ষেত্রে ২০০ টাকা কর দিতে হবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর