ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৯

চলতি মাসে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৯ ১০ অক্টোবর ২০২২  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ নাগাদ সারাদেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন।

 

সোমবার (১০ অক্টোবর) দুপুরে গণভবনে কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেসময় সেতুমন্ত্রী বলেন, এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।

 

এসময় কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধনের সময় তিনি বলেন, আমি কালনা সেতুর নাম মধুমতী দিয়েছি এবং শীতলক্ষ্যা সেতুর নাম নাসিম ওসমানের নামে দিয়েছি।

 

সরকার প্রধান বলেন, নারায়ণগঞ্জবাসীর যোগাযোগ সহজ করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা একান্তভাবে দরকার। সেই কথাটি মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর এই তৃতীয় সেতু নির্মাণ করলাম।

 

মধুমতি সেতুর বিষয়ে তিনি বলেন, আমরা এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে। ঢাকা থেকে এখন মোংলা বন্দরই সবচেয়ে কাছে হয়ে গেছে। সেইসঙ্গে বেনাপোল, ভোমড়াসহ কুষ্টিয়া এবং ওই অঞ্চলের যোগাযোগ বাড়বে মধুমতি সেতুর মাধ্যমে। মানুষের সময় যেমন বাঁচবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।