ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৭৫

চলতি মৌসুমে ৬ চিনিকলে আখ মাড়াই বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২০ ৩ ডিসেম্বর ২০২০  

আধুনিকায়নের জন্য চলতি আখমাড়াই মৌসুমে ছয়টি চিনিকলের উৎপাদন বন্ধ রাখা হবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা জানান, কাউকে ছাঁটাই করা হবে না। এসব মিলের শ্রমিক, কর্মকর্তা কর্মচারীরা অন্য মিলে কাজ করবেন।

 

তিনি বলেন, চিনিশিল্পকে লোকসানের কবল থেকে রক্ষা করতে এবং এসব মিলকে আধুনিকায়নের জন্য দেশের ছয়টি মিলের আখ মাড়াই কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে। এজন্য কোনো শ্রমিক, কর্মচারী কিংবা কর্মকর্তার চাকরি যাচ্ছে না। আখ মাড়াই বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট মিলের শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের আশপাশের মিলের শূন্য পদে পদায়ন করা হবে। এখানে কারও চাকরি যাচ্ছে না।

 

তিনি আরো জানান, মিলগুলো আধুনিকায়ন করতে তিন বছরের মতো সময় লাগবে। বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেছে। তাদের সহায়তায় মিলগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।

 

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন সূত্রে জানা গেছে, চিনি আহরণের হার, আখের জমি, মিলের অবস্থা বা দক্ষতা, লোকাসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনায় চলতি আখ মাড়াই মৌসুমে ১৫টি চিনিকলের মধ্যে অধিকতর বিবেচনায় ৯টি চিনিকলে উৎপাদন পরিচালনা করা হবে এবং অবশিষ্ট ছয়টি মিলে আখ মাড়াই না করার প্রস্তাব করা হয়েছে। আখ মাড়াই স্থগিতকৃত চিনিকলগুলোর মধ্যে রয়েছে, পাবনা সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, শ্যামপুর সুগার মিল, রংপুর সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল।