ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬০৬

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ১৯ জুন ২০২৩  

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
 


বায়তুল মোকাররম মসজিদে জাতীয়   চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার ঈদুল আজহার তারিখ বিষয়ে জানান।

 সৌদি আরব জানিয়েছিল, আগামী ২৮ জুন তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ উৎসবটি।
 
 
ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার আগে লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

 
ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপন করা হয়। সৌদি আরবের আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর