ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৪০

চামড়া ব্যবসায়ীদের ৮শ কোটি টাকা ঋণ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৪ ৬ আগস্ট ২০১৯  

কোরবানির পশুর চামড়া কিনতে  ট্যানারি মালিকদের ৮শ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের কাঁচা চামড়া সংগ্রহের জন্য এই ঋণ বিতরণ করা হয়।

 সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক ট্যানারি মালিকদের এবছর ৮০৩ কোটি ঋণ বিতরণ করবে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভায় চামড়া কিনতে এই ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এবছর সোনালী ব্যাংক একশ ৫০ কোটি, জনতা ৩৩০ কোটি, অগ্রণী একশ ৩০ কোটি ও রূপালী ব্যাংক দুইশ ৩ কোটি টাকা ঋণ বিতরণ করবে। যেসব ট্যানারি মালিক গত বছর ঋণের সব টাকা পরিশোধ করেছেন তারা চাহিদামত ঋণ পাবেন।

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক এবছর ১৩০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর ১০০ কোটি টাকা দেয়েছিল ব্যাংকটি।

চামড়া কিনতে জনতা ব্যাংক তিনশ ৩০ কোটি টাকা ঋণ বিতরণ করবে বলে প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর ব্যাংকটি বিতরণ করেছিল ৩শ কোটি টাকা।

সোনালী ব্যাংক এবার একশ ৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। গত বছরও একই পরিমাণ ঋণ বিতরণ করেছিল ব্যাংকটি। 
এবছর রূপালী ব্যাংক চামড়া কিনতে ব্যবসায়ীদের দুইশ ৩ কোটি টাকার ঋণ বিতরণ করবে। গত বছর ব্যাংকটি বিতরণ করেছিল ১৮৫ কোটি টাকা।