ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৮৮

চা চক্রে যাবে না, শপথও নেবে না ঐক্যফ্রন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ৩১ জানুয়ারি ২০১৯  

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা চক্রে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথও নেবেন না।

বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের তিনি এ কথা জানান।

রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বিকেল সাড়ে ৪টায় স্টিয়ারিং কমিটির এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম জানান, আমরা নতুন কর্মসূচি হাতে নিয়েছি। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আসছে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো পতাকা প্রদর্শন করা হবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নিয়ে গণশুনানি হবে। এর সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী আমাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন। তবে ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর এ চা চক্রে আমরা যাব না। গণফোরামের দুই নেতাও শপথ নেবে না।