ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩১৫

চিত্রনায়িকা ববির গোপন বিয়ের খবর ফাঁস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩০ ১ জুলাই ২০২৪  

চলচ্চিত্র পরিচালকে মারধর করার ঘটনায় সমালোচনার মধ্যে ফাঁস হলো চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিয়ের খবর। গোপনে বিয়ে করছেন আলোচিত এই নায়িকা। তবে বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি। এগুলো পুরোপুরি মিথ্যা সংবাদ দাবি করে গণমাধ্যমকে ববি বলেন, আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য কেউ এগুলো ছড়াচ্ছে। সবাইকে আহ্বান করবো, এসব গুজবে কান না দেওয়ার জন্য।

 

জানা গেছে, আবুল বাশার নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন আলোচিত এই নায়িকা। ঈদের সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ে ববি তার বরকে নিয়ে হাজির হলে, ঘনিষ্ঠজনরা প্রথম তার বিয়ের খবরটি জানতে পারেন।

 

সিনেমা সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন, শুটিং স্পটে হাজির হওয়ার পর দু’একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন। তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয়, সেদিকেও সজাগ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপন কথাটি আর গোপন থাকলো না। প্রকাশ্যেই চলে এলো।

 

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন রশীদ পলাশ।  ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর