ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩২৮

চীনে ফের লকডাউন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০০ ২০ মে ২০২০  

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে ফের লকডাউন আরোপ করা হয়েছে। ১০ কোটিরও বেশি মানুষ ওই অঞ্চলে বসবাস করেন। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর সরকার এই নয়া লকডাউন আরোপ করে। খবর ব্লুমবার্গ নিউজ। খবরে বলা হয়, চীনের জিলিন প্রদেশে ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। এরপর ১০.৮ কোটি মানুষ অধ্যুষিত অঞ্চলটিতে ফের লকডাউন আরোপ করা হয়। শনিবার ৩ জন রোগী পাওয়া গেছে।
 মোট জিলিন প্রদেশে ১২৭ জন রোগী আছেন এই মুহূর্তে। মারা গেছেন ২ জন। এই ভাইরাস প্রথম দেখা যায় চীনের হুবেই প্রদেশে। সেখানে এখন পর্যন্ত ৬৮১৩৪ জন রোগী রয়েছে। জিলিন প্রদেশে সরকারি কর্মকর্তারা কোনো গাড়ি ঢুকতে বা বের হতে দিচ্ছে না। স্কুলও বন্ধ রাখা হয়েছে। লাখ লাখ মানুষকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। শুলান শহরে কর্মকর্তারা সবচেয়ে কড়া বিধিনিষেধ আরোপ করেছেন। সেখানেই আক্রান্ত বেশি পাওয়া যাচ্ছে। নিশ্চিত বা সন্দেহভাজন রোগী যেখানে পাওয়া গেছে, সেসব স্থানে পুরো বাড়িঘরই বন্ধ রাখা হচ্ছে। শুধু সেখানকার পরিবারের একজন সদস্যকে প্রতি দুই দিন পর দুই ঘণ্টার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে বের হতে দেওয়া হচ্ছে। নতুন করে রোগের সংক্রমণ দেখা যাওয়ার পর শুলানে শাসক দল কম্যুনিস্ট পার্টির সর্বোচ্চ পদাধিকারীকে প্রত্যাহার করা হয়েছে। ৫ জন সরকারি কর্মকর্তাকেও ছাটাই করা হয়েছে। এটি স্পষ্ট নয় যে নতুন করে এই রোগ কীভাবে ছড়ালো। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রাশিয়া থেকে ফেরত আসা মানুষজনের কারণেও রোগ ছড়িয়ে পড়তে পারে। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর