ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭০

জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে যেসব দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৩ ৪ ডিসেম্বর ২০২০  

এবার জনগণকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। 

 

গেল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর,২০২০) টুইট করে ডেমোক্র্যাট নেতা বলেন, ভ্যাকসিন অনুমোদন পেলে কমলা হ্যারিস এবং আমি নিশ্চিত করছি, প্রত্যেক আমেরিকানকে দক্ষতার সঙ্গে এবং বিনামূল্যে তা দেয়া হবে।

 

এর আগে বেশ কয়েকটি দেশ বিনামূল্যে জনসাধারণের মাঝে করোনা ভ্যাকসিন বিতরণের কথা দেয়। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, জাপান, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ব্রিটেন ও রাশিয়া। সবশেষ তাতে যোগ হলো যুক্তরাষ্ট্র।

 

ভারতের বেশ কয়েকটি রাজ্যও এ ঘোষণা দিয়েছে। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, আসাম, পুদুচেরিতে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

 

ইতোমধ্যে ব্রিটেন ও রাশিয়া টিকাকরণের কাজ শুরু করেছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, বিশ্বের বাকি দেশগুলো কবে ভ্যাকসিন পাবে?

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর