ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৭২

জন্ডিস হলে কি কি করতে হয়, অনেকেই জানেন না! জেনে নিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৫ ১৪ নভেম্বর ২০২১  

আখের রস খেলে এটি শুধুই ঘন ঘন প্রস্রাব হতে সাহায্য করে না, বরং যকৃতের স্বাভাবিক কাজে, বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে এবং পিত্ত রস নিঃসরণেও সাহায্য করে। দিনে ২-৩ বার পান করুন আখের রস।

 

আদা : এটি যকৃত্‍কে সমস্যা থেকে সুরক্ষা দেয় এবং এর স্বাভাবিক কাজের উন্নতি ঘটায়। আদার রসের সাথে মধু মিশিয়ে দিনে ২-৩ বার পান করুন জন্ডিস থেকে মুক্ত হতে।

 

যষ্টি মধু : এটি জন্ডিসসহ যকৃতের রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও স্ট্রেস মুক্ত হতেও সাহায্য করে যষ্টিমধু, যা যে কোন রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ।

 

বার্লির পানি : ৩-৪ লিটার পানির মধ্যে ১ কাপ বার্লি মেশান এবং এটিকে ৩ ঘণ্টা ফুটতে দিন। নিয়মিত এই দ্রবণটি পান করলে তা জন্ডিসের বিরুদ্ধে যুদ্ধ করে সুস্থ হতে সাহায্য করে।

 

লেবুর জুস : এটি শুধু আপনার জন্ডিস নিরাময়েই সাহায্য করবে না বরং আপনাকে সতেজ হতেও সাহায্য করবে।তাই প্রতিদিন ২-৩ গ্লাস লেবুর জুস পান করুন।