ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮১

জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৫ ৬ নভেম্বর ২০২০  

অনেক নাটকীয়তার পর জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গিয়েছিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এবার পেনসিলভেনিয়াতেও তাকে ছাড়িয়ে গেলেন তিনি। এর ফলে ক্রমেই ট্রাম্পের পরাজয় স্পষ্ট হয়ে উঠছে। 

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুইদিন পরেও নাটকীয়তা যেন কমছেই না। শুরু থেকেই অন্যতম ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ভোট গণনার শেষ পর্যায়ে এগিয়ে গেলেন বাইডেন। পেনসিলভেনিয়াতেও একই দৃশ্য।

 

দ্য গার্ডিয়ান সবশেষ জানায়, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)।

 

আর পেনসিলভেনিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৩২ লাখ ৯৭ হাজার ৫৯১ হাজার ভোট পেয়েছেন বাইডেন। সেখানে প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯০ হাজার ৭৭৪ ভোট। 

 

হিসাবে পরিস্কার জর্জিয়ায় এখন ৯১৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এ রাজ্যে এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি।  এসব ভোটের অধিকাংশই পোস্টাল ব্যালট।

 

আর পেনসিলভেনিয়াতে দশমিক ১ শতাংশ ভোটে লিড নিয়েছেন বাইডেন। এ অঙ্গরাজ্যে এখনও অনেক ভোট গণনা বাদ রয়েছে। এসবেরও অধিকাংশই পোস্টাল ভোট।  

 

দোদুল্যমান এ দুই রাজ্যে বাইডেনই জিতছেন-এটা প্রায় নিশ্চিত। ফলে ট্রাম্পের পরাজয়ের ব্যবধান আরো বাড়ছে। জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। আর পেনসিলভেনিয়াতে ২০টি। ফলে দুই রাজ্যে বাইডেন জিতলে মোট ইলেকটোরাল ভোট হবে ৩০০।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। এমনিতেই নেভাদায় বড় ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাট শিবির। জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় জিতলে বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আর কোনও অঙ্গরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হবে না।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর