ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১০৬২

জাতির পিতার সমাধিতে ফারুকের শ্রদ্ধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪২ ২২ জানুয়ারি ২০১৯  

ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় পুষ্পমাল্য অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু তার সঙ্গে ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ওয়াকিলউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম বাসার, গুলশান থানা আওয়ামী লীগ সভাপতি হাজি সুলতান, সাধারণ সম্পাদক হাজী হেদাযেত উল্লাহ, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, গোপালগঞ্জ শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, সহসভাপতি দিলরুবা শারমিন ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীবৃন্দবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা ছিলেন।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর