ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২০

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৮ ১২ অক্টোবর ২০২২  

এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ (একশত ষাট) ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেসি।

 

নিউ ইয়র্কে অনুষ্ঠিত পর্ষদের ভোটাভুটিতে ১৬০ ভোট পেয়ে  ২০২৩-২৫ মেয়াদের জন্য নির্বাচিত হয়।  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও ৩টি দেশ বিজয়ী হয়েছে। নির্বাচনে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৮৯ সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে।

 

বাংলাদেশ এ অঞ্চলের ৪টি আসনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বিজয়ী অন্য তিন দেশ হলো- মালদ্বীপ (১৫৪ ভোট), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান(১২৬ ভোট)। নির্বাচনে এ অঞ্চলের মোট ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতায় করে।  হেরে যাওয়া আফগানিস্তান ১২ ভোট পেয়েছে। হেরে যাওয়া দক্ষিণ কোরিয়া  ভোট  ১২৩টি পেয়েছে।

 

বাংলাদেশ জিতবে এটা আগেই ধারণা করা হয়েছিল। বাহরাইন শেষ সময়ে এসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় জয় সহজ হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর