ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৯

জাতীয় সংসদের ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৩ ৯ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে নবনির্বাচিত সদস্যদের ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দেয় ইসি।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ইসি আলমগীর বলেন, ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সব কিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ নিতে হবে। এমনটাই গেজেটের বাধ্যবাধকতা হিসেবে আছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রথমে সংসদ সদস্যদের শপথ নেয়ার কথা থাকলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর