ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৭০

জাতীয় ঐক্যের ডাক দিলেন ড. ইউনূস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৯ ৩ ডিসেম্বর ২০২৪  

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ নিয়ে আলোচনা করতে আজ ছাত্রদের সঙ্গে, আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ইদানীং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখেছি। অনেকাংশে এ ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়াগুলো এগ্রিসিফলি এ কাজগুলো করছে, যা আমাদের ইমেজ নষ্ট করছে।

তিনি আরও বলেন, এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে। যার জন্য আমাদের জাতীয় ঐক্য গঠন করতে হবে। সে সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর