ঢাকা, ২২ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১
good-food
২৫৯

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট: ইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৩ ২৩ আগস্ট ২০২২  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইসির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে জানানো হয়, এ মুহূর্তে ৭০ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা আছে। দেড়শ আসনে করতে হলে আরো কিনতে হবে। প্রক্রিয়া শুরু হয়েছে।

 

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে ২২টি দল ইভিএম নিয়ে মতামত তুলে ধরে। এর মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ১৪টি দল এ যন্ত্রের ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করে। আর বেশ কয়েকটি দল সরাসরি ইভিএমের বিরোধিতা করে।

 

তবে আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে মত দেয়। এছাড়া কয়েকটি দল শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে মতামত দেয়। তবে বিএনপিসহ ৯টি দল ইসির সংলাপ বর্জন করে। তারাও ইভিএমের বিপক্ষে।