ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২২২

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ১৭ জানুয়ারি ২০১৯  

আসছে শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। পরে এই ক্যাম্পেইনের দিনক্ষণ ঘোষণা করা হবে।

এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, মামলা করে ভারতীয় একটি অখ্যাত কোম্পানির কাছ থেকে নিম্নমানের ভিটামিন এ প্লাস ক্যাপসুল কিনতে বাধ্য করা হয়েছে। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে কিশোরগঞ্জে সরবরাহ করা ভিটামিন এ প্লাস ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের তিনিএ কথা বলেন।

জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, অনিবার্য কারণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন পিছিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী তারিখ  জানাবে। তবে আশা করছি,  আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন হতে পারে। আমরা পরের নির্দেশনার অপেক্ষায় আছি।

প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে প্রতি বছর এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এতে ১-১২ মাস বয়সী শিশুদের এক ক্যাপসুল খাওয়ানো হয়। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের আরেক ক্যাপসুল খাওয়ানো হয়। এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধ করে।