ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৭

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৫ ২৮ আগস্ট ২০২০  

জাপানের ইতিহাসের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পদত্যাগ করেছেন। নিজের স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়ে সরে দাড়ান। খবর: রয়টার্স ।

গত সপ্তাহে তাকে দুবার হাসপাতালে যেতে দেখা গেছে । এতে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, সাম্প্রতিক তিনি যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সংবাদ সম্মেলনে সেই বিষয়েই কথা বলেন।

চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।

কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। 

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর