ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৯৩

জামায়াত ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫০ ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করা এই আইনজীবী নেতা দলের আমির মকবুল আহমাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। খবর: বিবিসি বাংলা।

এতে বলা হয়, আব্দুর রাজ্জাক তার পদত্যাগের কারণ হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকাকে তুলে ধরেছেন। দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করেছেন, যাতে একাত্তরের ভূমিকার কারণে দলটি জাতির কাছ ক্ষমা চায়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী যুক্তরাজ্যের এসেক্সের বারকিং থেকে পদত্যাগপত্র পাঠান। এতে তিনি বলেছেন, দলীয় ফোরামে একাত্তর ইস্যুতে জামায়াতে ইসলামকে বিলুপ্ত করার প্রস্তাব করেছিলেন। কিন্তু, সেটি গৃহিত না হওয়ায় হতাশা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগপত্রে উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক দল গড়ে তোলা এখন সময়ের দাবি। কিন্তু, সে দাবি অনুযায়ী জামায়াত নিজেকে এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি।

তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর আজও দলের নেতৃবৃন্দ ’৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও ব্যাখ্যা করেনি।

আব্দুর রাজ্জাক বলেন, দলের সর্বশেষ পদক্ষেপ তাকে হতাশ করেছে বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।