ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৮৫

জামিন পেলেন নওশাবা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ১৫ জানুয়ারি ২০১৯  

ফেসবুকে গুজব ছড়ানোর মামলায় দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করলেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন তা মঞ্জুর করেন।

প্রথমে আদালতে হাজির হন নওশাবা। পরে তার আইনজীবী এএইচ ইমরুল হোসেন জামিনের আবেদন করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা (আইও) না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আসছে ৩ মার্চ দিন ঠিক করেন।

গেল ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ ভিডিও সম্প্রচার করে নওশাবা বলেন, জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে এবং চারজনকে মেরে ফেলেছে ছাত্রলীগ ও পুলিশ। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করুন।

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই দিনই রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় আগস্ট তথ্য যোগাযোগপ্রযুক্তি আইনে উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর