ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৪১

জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৩ ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে জার্মানিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হন।

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবেন। সেখানেও প্রধানমন্ত্রী তিনদিন থাকবেন।

বাংলাদেশ সরকারপ্রধান জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে তিনি যোগ দেবেন।