ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৩৬

জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৯ ২৭ সেপ্টেম্বর ২০২১  

জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যবামপন্থী সোশ্যাল ডেমোক্রেট দল (এসপিডি) অল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছে।  
সোমবার সব আসনের ভোট গণনার পর নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এসপিডি ২৫.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। দেশটির নতুন চ্যান্সেলর হচ্ছেন দলটির প্রধান ওলাফ শোলজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।

 

গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। উদারপন্থী এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ শতাংশ, বাম দল ৫ শতাংশ এবং অন্যান্য কিছু দল ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে।
এর আগে বুথ ফেরত জরিপে বলা হয়, সিডিইউ/সিএসইউ ও এসপিডি সমান সংখ্যক আসন পেতে যাচ্ছে।

 

সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্রেট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোন একটি সরকার গঠন করতে পারে।
কিন্তু বাস্তব চিত্র বুথ ফেরত জরিপের ফলাফলকে উল্টে দিল। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর