ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬৮২

জি এম কাদেরই জাপার পরবর্তী চেয়ারম্যান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১২ ৬ এপ্রিল ২০১৯  

 সিদ্ধান্ত পাল্টালেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ। নিজের অবর্তমানে আবারও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন সাবেক এই স্বৈরাশাসক।

শনিবার এইচ এম এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
গত ২৩ মার্চ তাকে কো-চেয়ারম্যান, উত্তরসূরি ও সংসদীয় বিরোধী দলীয় উপ-নেতার পদ থেকে ছোট ভাই জি এম কাদেরকে সরিয়ে দেন। এক সাংগঠনিক নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

এর কয়েকদিন পর গত ৪ এপ্রিল জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়। এর জাপা অধ্যুষিত রংপুরের প্রায় সবগুলো জেলা, মহানগর ও উপজেলার নেতারা সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের হুমকি দেন। পরে আন্দোলনের মুখে জি এম কাদেরকে পুনঃবহাল করার আশ্বাস দেন সংসদীয় বিরোধী দলীয় নেতা এরশাদ।