ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪২

জুনের শেষে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৮ ২৪ মার্চ ২০২৪  

চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে নেওয়ার পরিকল্পনা নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, "চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুনের শেষে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে প্রস্তাব শীঘ্রই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো।"

 

কোভিড মহামারীর কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এ সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। যা এখন আরও দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী নেওয়া হবে।