ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৩৩৬

জেএসসি-জেডিসিতে পাশের হার ৮৭.৯০, পিইসিতে ৯৫.৫৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১২ ৩১ ডিসেম্বর ২০১৯  

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। আর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসব তথ্য জানান।


 
জানা যায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ২ হাজার ৫৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন। অর্থাৎ, পাশের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এবার মোট জিপিএ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। শতভাগ পাস করা প্রতিষ্ঠঅন ৫ হাজার ২৪৩টি। শূন্য পাস প্রতিষ্ঠান ৩৩টি।

এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর