ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪৪৪

জয়পুরহাটে অপহরণের পর শিশু হত্যা, ৫ জনের ফাঁসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ১২ অক্টোবর ২০২০  

জয়পুরহাটের পাঁচবিবিতে আড়াই বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলো উত্তম কুমার সরকার (২৯), বিরেন চন্দ্র বর্মন বিরেশ (৩৮), সন্তেষ সরকার (২৮), মোস্তাফিজুর রহমান (৩৮) ও ওবাইদুল ইসলাম (২৬)। তারা পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের বাসিন্দা। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন বিচারক।

 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর একই গ্রামের পরেশ চন্দ্রের কন্যা আরাধা রানি বাড়ির পাশে খেলছিল। সেসময় তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে আসামিরা। তা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার পর শিশুর মরদেহ মোলান বাজারের পুকুরে ফেলে দেয় তারা। 

 

এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে উত্তম, বিরেন ও ওবায়দুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৬ সালের ১০ মার্চ সাজাপ্রাপ্ত ৫ জনের নামে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। পরে পর্যায়ক্রমে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এ রায় দিলেন রুস্তম আলী।

 

আদালত সূত্র জানায়, প্রথমে অপহরণ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের জেল দেন আদালত। পরে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।

 

সেই সঙ্গে জামিনে গিয়ে পলাতক থাকায় উত্তমকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ড এবং অন্য ৪ জনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর