ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৩৯

ঝটপট বানান ফুলকপির মজাদার কোরমা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৩ ২৯ জানুয়ারি ২০২১  

শীতের সবজি মানেই ফুলকপি। সবুজ পাতায় মাঝে উঁকি দেয় সাদা রংয়ের ফুলগুলো। দেখতেও যেমন এ সবজি তেমনি বানানোও যায় হরেকরকমের পদের রান্না। চলুন তৈরি করা যাক ফুলকপির কোরমা-


উপকরণ 
ফুলকপির ফুল ৮-১০টি
পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ
আদা বাটা ১ চা-চামচ
রসুন বাটা আধা চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
কাজু বাদাম বাটা ১ টেবিল-চামচ
টমেটো পিউরি ১ টেবিল-চামচ
টক দই ২ টেবিল-চামচ
কাঁচামরিচ কয়েকটা
জিরা গুঁড়া আধা চা-চামচ
তেজপাতা ১টি
দারুচনি ১ টুকরা
লবঙ্গ ও এলাচি ২টি
চিনি সামান্য
লবণ স্বাদমতো
গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
তেল আধা কাপ।


পদ্ধতি: প্যানে তেল গরম করে ফুলকপি অল্প লবণ দিয়ে ভেজে তুলে রাখুন। এখন এই প্যানেই তেল গরম করে তাতে দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে আদা ও রসুন বাটা যোগ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার গুঁড়া মরিচ, জিরা ও লবণ দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিন।


কিছুক্ষণ পর তাতে কাজুবাদাম বাটা, টমেটো পিউরি ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে টক দই দিন। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে সামান্য পানি দিয়ে কম আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঝোল মাখা মাখা হলে কাঁচা-মরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর