ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
৪৯

টম অ্যান্ড জেরির নকল ‘পুষ্পা টু’!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৫ ৩০ ডিসেম্বর ২০২৪  

আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’ নিয়ে আলোচনা থামছেই না। সোশ্যাল অ্যাক্টিভিস্টদের দাবি, সিনেমাটির চারিত্রিক ভঙ্গি বহুল জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে নকল করা হয়েছে। 

 

ছবিতে আল্লু অর্জুন অভিনীত চরিত্র পুষ্পার আদব-কায়দা, হাব-ভাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে 'টম অ্যান্ড জেরি'র একটি ভিডিও সামাজিক সোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

কার্টুন চরিত্রগুলোতে সেসব অঙ্গভঙ্গি রয়েছে, সেসব অবিকল 'পুষ্পা'র বিখ্যাত অঙ্গিভঙ্গিতেও দেখা গেছে। 
উল্লেখ্য, 'পুষ্পা'র প্রায় ৪-৫ দশক আগেই মুক্তি পেয়েছিল 'টম আ্যান্ড জেরি'র সেসব পর্ব। তাই নেটিজেনদের মত, এগুলো দেখেই নকল করেছে পুষ্পা!

 

যেমন-'পুষ্পা'র চিবুকের নিচ ঘেঁষে হাত চালানোর ভঙ্গি দর্শকদের নজর কেড়েছে। একই অঙ্গভঙ্গি ঠিক জেরিকেও করতে দেখা গেছে। আবার পুষ্পার এক পা টেনে টেনে হেঁটে শ্রীবল্লীকে ডাকার মতো হুবহু হাঁটার দৃশ্য নয়ের দশকে সেরে ফেলেছে টম!  

 

এ প্রসঙ্গে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারী লেখেন, 'আমি নিশ্চিত 'পুষ্পা' পরিচালক ছোটবেলায় 'টম অ্যান্ড জেরি' দেখতেন'। আরেকজন লেখেন, 'এ তো পুরো 'টম অ্যান্ড জেরি' থেকে কপি'।

 

গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ছবিটি। বক্স অফিসে সব ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে এটি। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ে হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে। 
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর