ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৩৯

`টিকা ভ্রমণ` চালু করছে রাশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৫ ১৫ এপ্রিল ২০২১  

স্বাস্থ্য পরিষেবা পেতে ভ্রমণ। ইংরেজিতে যাকে বলে 'হেলথ টুরিজম'। কোভিড সংক্রমণ ভয়ানক আকার নেওয়ার আগে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রচলিত হয়ে উঠেছিল। প্রতিবেশী দেশগুলো থেকে বহু মানুষ এই কারণে ভারতেও আসতেন। কিন্তু করোনার কারণে তাতে আপাতত নিয়ন্ত্রণ আনা হয়েছে।


এরকম পরিস্থিতিতে রাশিয়া আবার ফিরিয়ে আনছে এই ধরনের পরিষেবা। তবে নতুন চেহারায়। 'হেলথ টুরিজম' নয়, 'ভ্যাকসিন টুরিজম' বা 'টিকা ভ্রমণ'। রুশ পরারাষ্ট্র মন্ত্রী পর্যটকদের জন্য এমন পরিষেবা দেওয়ার কথা ভাবছে।


কেমন হতে পারে এই বেড়ানো? 'টিকা ভ্রমণ'-এর ভিসা যাঁদের দেওয়া হবে, তাঁরা প্রথমে সেদেশে পৌঁছে নিয়ে নেবেন স্পুটনিক-ভি টিকা। আর আগে থেকে ঠিক করে রাখা পরিকল্পনা অনুযায়ী ঘুরে দেখে নেবেন সেন্ট পিটার্সবার্গ, মস্কো বা সাইবেরিয়ার মতো জনপ্রিয় জায়গাগুলো।


স্পুটনিক-ভি টিকা বাজারে আসার সময়ই শোনা গিয়েছিল, এমন 'টিকা ভ্রমণ'-এর কথা ভাবছে রাশিয়া। কিন্তু তখন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী এই সম্ভাবনা উড়িয়ে দেন। কিন্তু এখন দেশের মানুষের টিকাকরণের পাশাপাশি পর্যটন শিল্পকে আবার চাঙ্গা করতে চাইছে সরকার। তাই এই সিদ্ধান্ত বলেই শোনা যাচ্ছে।