ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৯৯

টিকিট ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবেন না : রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৬ ১৬ এপ্রিল ২০২৩  

টিকিটবিহীন যাত্রীদের ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 
রবিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন আসন্ন ঈদে নির্বিঘ্নে যাত্রী পরিবহনের প্রস্তুতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন।

 

রেলমন্ত্রী বলেন, টিকিটবিহীন যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিট বিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।  কমলাপুর স্টশনে কোন টিকিট বিহীন যাত্রী প্রবেশ করতে পারবে না। ঈদ যাত্রায় ট্রেনে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তাসহ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। 


তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে, এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। যাত্রীদের ঈদযাত্রা আনন্দদায়ক করতে ঈদের ছুটি রেলের কর্মচারীরা ভোগ করতে পারেন না।  


মন্ত্রী বলেন, এখন যেটা চলছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। তবে এক লাইনে ট্রেন চললে সেক্ষেত্র কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে।  

 

আগামীকাল সোমবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে।  সার্বিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীরা টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে (সিটের) টিকিট ও দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকিট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বেন।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর