ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৮০

টিসিবির  তেল কালোবাজারে বিক্রি: ছাত্রলীগ নেতা কারাগারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১০ মে ২০২০  

টিসিবির ছয় হাজার লিটার তেল উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আইনুলকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী ফোরকান আহম্মেদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আইনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে আইনুলকে গ্রেফতার করে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে ১২০ লিটার তেল উদ্ধার করা হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর