ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪০

ট্রানজিট সুবিধা বাড়াতে চায় নেপাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৪ ২ সেপ্টেম্বর ২০২০  

আচমকা ফোন এলো কাঠমান্ডু থেকে। আঞ্চলিক রাজনীতি চাঞ্চল্য তৈরি করা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার প্রায় ২০ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে ৫০ হাজার টন সার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 
প্রেস সচিব জানান, দুই দেশের বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী।

ওদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোনালাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী বেশকিছু ইস্যুতে মতবিনিময় করেছেন। এরমধ্যে রয়েছে, বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সংযোগসহ বেশ কিছু বিষয়।
যাতে দুই দেশেরই স্বার্থ রয়েছে। এ ছাড়া, বাংলাদেশ-নেপাল বাধাহীন বাণিজ্য চালু, যোগাযোগ বৃদ্ধি ও পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্য দিয়ে রেল রুট স্থাপন করতে দেয়ায় ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ট্রানজিট সুবিধার উন্নয়ন নিয়ে কথা বলেন। কোভিড-১৯ মোকাবিলাকালীন নেপালের জনগণের পাশে থাকায় বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওলি।