ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৭

ট্রাম্পকে নিয়ে হাসি-ঠাট্টায় মাতলেন চীনারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ৫ নভেম্বর ২০২০  

তিনটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডা, টেক্সাস ও ওহিয়োতে জেতার পর নিজেকে বিজয়ী ঘোষণা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে পরে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে পিছিয়ে পড়েন তিনি।

 

এক পর্যায়ে হোয়াইট হাউসের দৌড় থেকে ছিটকে পড়েন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি।   

 

এ নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টায় মেতেছেন চীনের নাগরিকরা। তাদের তীরটা মূলত ট্রাম্পকে বিদ্ধ করছে।

 

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন লিখেছেন, তিনি (ট্রাম্প) জেতেন বা হারেন, তার চূড়ান্ত লক্ষ্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চেহারা ধ্বংস করা।

 

আরেকজন লিখেছেন, ট্রাম্পকে আবার নির্বাচিত হতে দিন, যাতে তিনি যুক্তরাষ্ট্রকে টেনেহিঁচড়ে আরও নিচে নামাতে পারেন।

 

এপির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৪ ইলেকটোরাল ভোট জিতে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রেসে দারুণ এগিয়ে আছেন বাইডেন। পরিপ্রেক্ষিতে স্পষ্ট, হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে তিনি। কারণ, এখন পর্যন্ত ট্রাম্প জিতেছেন ২১৪ ইলেকটোরাল ভোট।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর