ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
১৪

ট্রাম্পের ক্ষমতাগ্রহণ: বাংলাদেশে কতটুকু প্রভাব পড়বে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১১ ২০ জানুয়ারি ২০২৫  

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তার এই শপথ ঘিরে বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক চিত্র পাল্টে যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের কতটুকু প্রভাব পড়বে?

 

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম  যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানের রীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি মিশন প্রধান এতে আমণ্ত্রণ পাবেন। এবারো সেই রীতি অনুসরণ করা হয়েছে। 

 

ফেলে বাংলাদেশ সরকারের তরফে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ওয়াশিংটনের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
ক্ষমতাগ্রহণের আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব ছিলেন ট্রাম্প। টুইট বার্তায় এদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের প্রতি তাগিদ দিয়েছেন তিনি। 

 

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে তেমন প্রভাব পড়বে না।  এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।

 

মার্কিন ডেমোক্রেটিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশি গভীর। সেজন্য ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে। তবে বড় ধরনের তারতম্য ঘটবে না।
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর