ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫০৫

ট্রাম্পের ভাষণ, ক্রিস-কুমো কথোপকথন এবং এক দম্পতির গল্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪০ ১২ মার্চ ২০২০  

কিছুক্ষণ আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলাই বাহুল্য, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক মহামারি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণ। প্রেসিডেন্ট আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত ঘোষণা করেছেন। তবে যুক্তরাজ্য এই স্থগিতাদেশের বাইরে থাকবে। যুক্তরাষ্ট্রজুড়ে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ভিন্ন দেশে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্কতা জারি করা করা হয়েছে।

 

০২.
জাতির উদ্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিয়ে সিএনএন-এর শো "কুমো প্রাইম টাইম"-এ নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হন স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো। অনেকেই হয়তো জানেন "কুমো প্রাইম টাইম"-এর অ্যাঙ্কর ক্রিস কুমো নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর ছোট ভাই। ক্রিস শুরুতেই বললেন, আপনারা জানেন, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো আমার ভাই। আমি কিছুক্ষণ পর এ বিষয়ে তার সাথে কথা বলবো। শো শেষ করার সময় ক্রিস আবারও বললেন, "ধন্যবাদ গভর্নর অ্যান্ড্রু কুমো, আমার বড় ভাই। যেভাবে তুমি কথা বললে, তাতে তোমাকে আমার ভালবাসা জানাই"।

 

০৩.
আমি ও আমার স্ত্রী যতদিন দেশে ছিলাম সৌভাগ্যবশত আমাদের যৌথ জীবনের ক্যারিয়ারের পুরোটা সময় একই প্রতিষ্ঠানে কাজ করেছি। দেশের প্রথম চব্বিশ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল সিএসবি নিউজ, এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে আমরা ৮ বছর একসাথে কাজ করেছি। তিনি ছিলেন নিউজ অ্যাঙ্কর, আর আমি রিপোর্টার। ফলে তিনটি টিভি চ্যানেলে আমরা অসংখ্যবার লাইভে কথা বলেছি। তিনি স্টুডিওতে, আমি ঘটনাস্থল থেকে। আমাদের যখন বিয়ে হলো, আমাদের সহকর্মীরা আমাদের ওইরকম একটি লাইভ কাভারেজের স্ক্রিন শট বাঁধাই করে উপহার দিয়েছিলেন।

 

০৪.
আহারে ... কোনো দিন আমার স্ত্রী বলতে পারেন নাই, আমরা এখন ঘটনাস্থলে আমাদের রিপোর্টারের সাথে কথা বলছি, আপনারা হয়তো কেউ কেউ জানেন, তিনি আমার হ্যান্ডসাম হাসবেন্ড। আমিও বলতে পারিনি, ধন্যবাদ সাদিয়া খন্দকার, আমার বিউটিফুল ওয়াইফ!!

 

০৫.
বাংলাদেশের ইলেক্ট্রনিক গণমাধ্যম অনেকদূর এগিয়েছে। আমরা কথায় কথায় সিএনএন-বিবিসির প্রসঙ্গ টানি। তাদের ফলো করি। যাই হোক, আমাদের স্বামী-স্ত্রীর বিষয়টা মজা করে বললাম। কিন্তু আমাদের গণমাধ্যম চিন্তায়-পরিকল্পনায়, আধুনিকতায় কতটুকু এগোতে পেরেছি। সিএনএন, সিএনবিসি, ফক্স নিউজ, বিবিসির সাথে যেকোনো ঘটনার কাভারেজে আমাদের টিভি চ্যানেলের বিস্তর ফারাক চোখে পড়ে। সেসব খুটিনাটি বিষয়ে না হয় আরেক দিন বলবো।

 

হাসানুজ্জামান সাকী,  নিউ ইয়র্ক

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর