ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১২৬১

ট্রুডোর মতো দেখতে আফগান গায়ক এখন সেলিব্রেটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ১৬ জানুয়ারি ২০১৯  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো দেখতে হওয়ায় সেলিব্রেটি বনে গেছেন আফগানিস্তানের একটি রিয়েলিটি শো’র প্রতিযোগী আব্দুল সালাম মাফতুন।

তিনি মূলত বিয়ে বাড়িতে গান পরিবেশন করতেন। সম্প্রতি ওই গায়ক আফগান স্টার নামের সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। এরপরই ট্রুডোর সঙ্গে তার চেহারার সাদৃশ্যের বিষয়টি চাউর হয়।

মাফতুনের বাড়ি উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখস্তান প্রদেশের প্রত্যন্ত গ্রামে। আফগান স্টারে অংশ নেয়ার পর একজন বিচারক তাকে বলেন, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার চেহারার মিল রয়েছে।

এর আগে ২৯ বছর বয়সী গায়ক বিষয়টি জানতেন না। এমন কি তিনি ট্রুডোকে চিনতেনও না। কিন্তু এখন এই চেহারাই তাকে তারকা খ্যাতি এনে দিয়েছে। এ কারণে দর্শক ভোটে এগিয়ে থেকে প্রতিযোগিতায় জিতে যাবেন বলেও ধারণা করা হচ্ছে।

এক সাক্ষাৎকারে মাফতুন বলেন, মানুষ আমার আসল নাম ভুলেই গেছে। সবাই আমাকে এখন জাস্টিন ট্রুডো বলে ডাকে।

সোশ্যাল মিডিয়ায় মাফতুনের সঙ্গে জাস্টিন ট্রুডোর বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে ট্রুডোর ভাই বলে মন্তব্য করছেন।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর