ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৯ পৌষ ১৪৩১
good-food
২৬

ঠাণ্ডায় জয়েন্টে ব্যথা বাড়ছে? স্ট্রেচিংয়েই পাবেন সুফল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ২৩ ডিসেম্বর ২০২৪  

শীত আসতেই অলসতা আমাদের ঘিরে ধরে। এই মৌসুমে বিছানা ছেড়ে উঠতে মন চায় না। তবু কর্মক্ষেত্রে না গেলেই নয়। তাই সকাল হতেই দৌড় শুরু বাসা থেকে। 

 

কেউ যায় কর্মক্ষেত্রে, কারও আবার আছে স্কুল, এমনকি বাসার নারীরাও অনেকে কর্মক্ষেত্রে যাওয়ার তাড়ায় থাকেন। এ অবস্থায় সুস্থ থাকা ভীষণ জরুরি। আর সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার সঙ্গে দরকার যোগাসনের। 

 

চিকিৎসকরা বলছেন, এই শীতে নিজেকে ফিট রাখতে দৈনন্দিন রুটিনে অবশ্যই রাখতে হবে ব্যায়াম। ঠাণ্ডার কারণে মানুষ কম সক্রিয় থাকে। ফলে শরীরের শক্তি কমে যায়। এমন পরিস্থিতিতে শরীরকে উষ্ণ রাখতে সকালে স্ট্রেচিং সহায়তা করতে পারে। এটি শরীরের বিভিন্ন উপায়ে উপকার করে। 

 

আসুন সকালে স্ট্রেচিংয়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক- 
 

# শীতকালে প্রতিদিন সকালে স্ট্রেচিং করলে ক্লান্তি দূর হয়ে যায়। এছাড়া মানসিক চাপও কমে। সারাদিন সতেজ অনুভব করা যায়। এটি মস্তিষ্কের স্বাস্থ্যেরও যত্ন নেয়। 

 

# সকালে স্ট্রেচিং করলে ফিটনেস দিয়ে দিন শুরু হয়। এই ব্যায়াম করলে ওজনও দ্রুত কমে যায়। এর মাধ্যমে ধীরে ধীরে জীবনযাত্রার উন্নতি ঘটে। জীবন ভারসাম্যপূর্ণ হয়। 

 

# প্রতিদিন সকালে স্ট্রেচিং করলে রক্ত চলাচলের উন্নতি ঘটে। এই ব্যায়ামের মাধ্যমে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি সহজেই শরীরের সব অংশে পৌঁছে যায়। 

 

# শীতের সময় ঠাণ্ডার কারণে মাংসপেশি শক্ত হয়ে যায়। নমনীয়তা অদৃশ্য হয়ে যায়। এমন অবস্থায় সকালে স্ট্রেচিং করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাতে পেশী বিশ্রাম পাবে এবং নমনীয়তাও বজায় থাকবে। 

 

#জয়েন্টগুলোর জন্য উপকারী পেশীর মতো হাড়ও ঠাণ্ডায় শক্ত হয়ে যায়। এমতাবস্থায় শরীরে উষ্ণতা জোগাতে হয়। এর থেকে স্বস্তি পেতে স্ট্রেচিংয়ের চেয়ে ভালো উপায় আর হতে পারে না। 

 

# স্ট্রেচিং কঠোরতা থেকে মুক্তি দেয়। জয়েন্টগুলোও শক্তিশালী হয়।