ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫১৪

ঠোঁট আরও আকর্ষণীয় করতে যেভাবে লিপস্টিক ব্যবহার করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩০ ৫ জানুয়ারি ২০২১  

মানুষের বিশেষত নারীদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ ঠোঁট। একে সুন্দর করে তোলার জন্য ভেসলিন থেকে লিপস্টিক কত কিছুই না ব্যবহার করেন তারা। কিন্তু শুধু তা ব্যবহার করলেই ঠোঁট সুন্দর দেখায়  না। উপরন্তু কোন লিপস্টিক, কীভাবে ব্যবহার করতে হবে তা জানা জরুরি।

 

অনেক সময় এমন লিপস্টিক ব্যবহার করা হয়, তাতে ঠোঁট সুন্দর দেখানোর বদলে খারাপ দেখায়। তাই নিজের সুন্দর ঠোঁট আরও আকর্ষণীয় করে তুলতে জেনে নিন কয়েকটি টিপস-

 

# যদি অসতর্কভাবে ঠোঁটে খুব ডার্ক রঙের লিপস্টিক লাগিয়ে ফেলেন, তাহলে একটি মোটা টিস্যু পেপার ঠোঁটের মাঝে রেখে ঠোঁট দুটি দিয়ে একটু চেপে ধরুন। একটু পর দেখবেন অতিরিক্ত রঙ ঠোঁট থেকে উঠে গেছে। এরপর ঠোঁটে হালকা লিপগ্লস বা ভেসলিন লাগিয়ে নিন। নয়তো ঠোঁটের চামড়ায় দাগ পড়ে যাবে।

 

# ঠোঁটে লিপস্টিকের ঘন রঙ মোছার জন্য হালকা গোলাপী বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। ঘন লিপস্টিক হালকা করে মুছে নেওয়ার পর এ কাজ করবেন।

 

# লিপগ্লসের ওপর হালকা করে লিপলাইনার লাগাতে পারেন। লিপগ্লস সহজেই উঠে যায়। তাই ওপরে লিপলাইনার লাগালে ঠোঁটের রঙ বেশি সময় পর্যন্ত স্থায়ী থাকবে।

 

# লিপস্টিকের রঙ গাঢ় হয়ে গেলে কখনই রুমাল দিয়ে ঘষে মুছবেন না। রুমাল দিয়ে মুছলে ঠোঁটের বেশ কিছু সূক্ষ চামড়া ছিঁড়ে যেতে পারে। লিপস্টিকের রঙ খুব হালকা করতে চাইলে, এর সঙ্গে সামান্য ভেসলিন নিয়ে হালকাভাবে মিশিয়ে দিতে পারেন।