ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৬১

ডাবিং হয়েও কেন বাংলায় মুক্তি পেল না ‘পুষ্পা ২’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫৩ ১৭ ডিসেম্বর ২০২৪  

‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির আগে বেশ জোরেশোরে প্রচারণা ছিল সিনেমাটি তেলুগুর পাশাপাশি আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে। তালিকায় ছিল বাংলা ভাষাও ।সিনেমায় বাংলা ভাষায় প্রচারিত গান ও ট্রেইলার বেশ সাড়া ফেলে, কিন্তু বাংলায় মুক্তি পায়নি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমা।

 

তবে নির্মাতারা জানিয়েছেন, ওটিটিতে মুক্তি পাবে বাংলায় ভাষান্তর করা ‘পুষ্পা ২’।আনন্দবাজার লিখেছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় ‘পুষ্পা ২’র ডাবিংয়ের কাজ শুরু হয়। দিন রাত এক করে কাজ এগিয়ে নেন অভিনয় শিল্পীরা। কারণ তাদের হাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।

 

প্রথমে হায়দরাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হলেও পরে দায়িত্ব দেওয়া হয় পশ্চিববঙ্গের কবি ও গীতিকার-সুরকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বাংলায় ‘পুষ্পা ২’ র চিত্রনাট্যের পাশাপাশি গান লিখেছেন। আনন্দবাজারের পক্ষ থেকে বাংলায় সিনেমাটির মুক্তি না পাওয়ার কারণ জানতে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি সাড়া দেননি।

 

পশ্চিমবঙ্গে ‘পুষ্পা ২’-এর পরিবেশনার দায়িত্বে আছেন বাবলু দামানি।সিনেমাটি কেন বাংলা ভাষায় মুক্তি পেল না, তা নিয়ে কোনো স্পষ্ট কারণ তার জানা নেই। বাবলু বলেন, “এই সিনেমার ব্যবসা ভালো হচ্ছে। কিন্তু বাংলায় কেন মুক্তি পায়নি, তা নিয়ে আমার কাছে কোনও তথ্য নেই। এটা নির্মাতারাই ভালো বলতে পারবেন।’’

 

পরিশ্রম করেও সুফল না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাবিং শিল্পীরা। আল্লু অর্জুনের কণ্ঠের জন্য নির্বাচন করা হয় শুভায়ন রায়কে। কলকাতায় ডাবিং শিল্পী হিসেবে প্রায় ১০ বছরের অভিজ্ঞতা তার। শুভায়ন বলেন, “প্রায় দিন রাত কাজ করে আমরা ডাবিং শেষ করেছিলাম। এমনকি কোনও সংশোধন এলে, সেটাও আমাদের দ্রুত করে দিতে হত।’’

 

এই সিনেমাটি হলে এসেছে গত ৫ ডিসেম্বর। শুভায়ন জানিয়েছেন মুক্তির দুদিন আগে অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাদের কাজ করতে হয়েছে। হঠাৎ করে তাদের কাছে খবর আসে ‘পুষ্পা ২’ বাংলায় মুক্তি পাচ্ছে না। আক্ষেপ করে শুভায়ন বলেন, “এ রকম বড় মাপের একটা সিনেমা বাংলা ভাষার মুক্তি পেলে অনেকগুলো দরজা খুলে যেতে পারত। অন্তত কলকাতায় একটা শোও যদি দেওয়া হত, তা হলে ডাবিং শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হত।”

 

রাশ্মিকা মানদানার চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী মুখোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে ‘অবহেলা করা হয়’ বলে অভিযোগ তুলেছেন তিনি।দেবশ্রী বলেন, “ডাবিং ইন্ডাস্ট্রি নিয়ে কেউই ভাবেন না। পায়ের নীচে জমি শক্ত নয় বলে, আমরা প্রতিবাদও করতে পারি না! আমরা তো সিনেমাটি সব জায়াগায় একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা মাথায় রেখেই অক্লান্ত পরিশ্রম করেছিলাম। ওটিটিতেই যদি বাংলার প্রয়োজন হয়, তা হলে তো পরেও ডাবিং করানো যেত। এতটা তাড়ার প্রয়োজন ছিল না।”

 

কাজের স্বীকৃতিতো দূরের কথা, ‘পুষ্পা ২’র ডাবিং শিল্পীরা এখনও পারিশ্রমিক পাননি বলেও অভিযোগ তুলেছেন।পুষ্পা ২ বাংলার জন্য বেশ কয়েকটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়িনী মুখার্জী এবং অর্পিতা চক্রবর্তীর মত শিল্পীরা।তবে হল মালিকরা জানিয়েছেন, হিন্দি সিনেমা বাংলায় ডাব করে মুক্তির ক্ষেত্রে আগেও সমস্যা দেখা দেয়। কারণ টলিগঞ্জের অনেকেই এর বিরোধিতা করেন।

 

হিন্দি বা দক্ষিণী ভাষার সিনেমা বাংলায় মুক্তি পেলে, বাংলা সিনেমার বাজার নষ্ট হবে এই কারণ দেখিয়ে আগেও এমন কাজ করা হয়েছে।মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ধরে রেখেছে অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি। মুক্তির পর এক সপ্তাহে বক্স অফিসে সিনেমার আয় ৬৯০ কোটি কোটি রুপি ছাড়িয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর