ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮১০

ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে : ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৮ ২৪ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি।  । 

আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বনানী কবরস্থানে সকালে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি নির্বাচনের ব্যাপারে এ কথা বলেন তিনি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন নিয়ে বিএনপি দলের শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে জানাবেন।

গত ২২জানুয়ারি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ডিএনসিসির মেয়র পদের তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামী ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

তফসিল নিয়ে মির্জা ফখরুল বলেন, উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল হয়েছে শুনেছি। সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।

আজ সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে মির্জা ফখরুল এর আগে বলেছেন, তাঁদের অন্যতম জোট ঐক্যফ্রন্ট এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না।