ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
২৬০

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০২ ২২ আগস্ট ২০২২  

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট ডেকেছেন।

সোমবার  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলছে।

মালিক সমিতির নেতা মো. ফরহাদ হোসেন  জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে।  তিনি বলেন, বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারব না।’

পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের দাবিগুলো হলো, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধি, অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরি ভাড়া বাড়াতে হবে এবং পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল।

 দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 গত ৫ আগস্ট রাতে  বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। তবে এখন পর্যন্ত কমিশন বৃদ্ধি করা হয়নি। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর