ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
৩১৫

ডুবে গেছে নিউমার্কেট    

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৭ ২০ জুলাই ২০২০  

মাত্র ৬৩ মিলিমিটার বৃষ্টিতেই ডুবে গেছে রাজধানীর ঐহিত্যবাহী বৃহত্তম বাজার নিউ মার্কেট। দোকানগুলোতে পানি ওঠার কারনে বেচা বিক্রি বন্ধ। উল্টো দোকানের লাখ 
 লাখ  টাকার পণ্য বাঁচাতে মালিকদের হিমসিম খেতে হয়েছে।  বৃষ্টির কারণে সামনের রাস্তায় প্রায় কোমর পরিমাণ পানি হওয়ায় প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ।  করোনা প্রতিরোধে মার্কেটে  আগতদের জ্বর মাপার চেয়ে  গার্ডদের মার্কেটে পানি প্রবেশ ঠেকাতে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, নিউমার্কেটের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করেছে। প্রশস্ত হাঁটার রাস্তায় পানি। বারান্দা উপচে কোনো কোনো দোকানে পানি প্রবেশ করেছে। দোকানিরা বেচাকেনার চেয়ে বৃষ্টির পানিতে পণ্যসামগ্রী ভিজা থেকে রক্ষা করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মার্কেটের অন্যান্য গেটের সামনে রাখা জীবানুনাশক ঘর ফাঁকা পড়ে আছে।

একেতো করোনার কারণে বেচাকেনা খারাপ তদোপরি বৃষ্টির পানি মার্কেটে প্রবেশ করায় দোকানিদের মাথায় হাত। কর্মচারীরা পানি ভেঙে কষ্ট করে এলেও মার্কেটে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতার দেখা মেলেনি বলে জানান দোকানিরা।

বৃষ্টির কারনে রাজধানীর রাস্তাঘাটের অবস্থা ছিল  আরো করুন। সব জায়গায় রাস্তায় থৈ থৈ পানি। অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর