ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭৭

ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এসআই, বরিশালে নারীর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২০ ৩১ জুলাই ২০১৯  

ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সারা দেশে। বাড়ছে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা।

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ঢাকায় মারা গেছেন কোহিনুর আক্তার (৩২) নামে পুলিশের একজন এসআই। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্বরত ছিলেন।

 

আর বরিশালের গৌরনদীতে মারা গেছেন আলেয়া বেগম নামে ৫৩ বছর বয়সী এক নারী।

 

কোহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সোমবার রাতে তাকে লালমাটিয়ার সিটি হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার রাত ১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর। তার ২০ মাস বয়সী একটি সন্তান আছে।

 

এদিকে বরিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আলেয়া বেগম নামের ওই নারী উপজেলা সদরের আশোকাঠী এলাকার আব্দুল মান্নান ফকিরের স্ত্রী।

 

মৃতের স্বজনদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহাবুব আলম বলেন, ঢাকা থেকে কয়েক দিন আগে গৌরনদীতে গ্রামের বাড়ি এসেই জ্বরে পড়েন আলেয়া। মঙ্গলবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

 

এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে, এখন তা ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ৬০ জেলায়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যাদের আটজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে সংবাদ মাধ্যমে আসা খবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এ বছর অর্ধশত ছাড়িয়েছে।