ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৯৪

ডেঙ্গু জ্বরে হাসপাতালে আলমগীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৩ ৩০ জুলাই ২০১৯  

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শক্তিমান অভিনেতা আলমগীর। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা নিতে হাসপাতালে যান তিনি। সেই অবস্থায় তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন জাতীয় পুরস্কাপ্রাপ্ত নায়ক।

জ্বর নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন আলমগীর। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আর দুই তিনদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তরফে মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে মানববন্ধন করা হয়। সেখানে খ্যাতিমান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর