ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৩৬

ড. কামালের সংবাদ সম্মেলন শনিবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৩ ১১ জানুয়ারি ২০১৯  

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন। একইদিনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনও করবেন ড. কামাল হোসেন। গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

লতিফুল বারী গণমাধ্যমকে বলেন, আগামীকালের বৈঠকে গণফোরামের বিভিন্ন নেতাদের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আলোচনা শেষে আমাদের করণীয় বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।