ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৩০

ঢাকা উত্তর সিটি উপনির্বাচন বৃহস্পতিবার : সাধারণ ছুটি-ব্যাংক বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর সব ব্যাংক বন্ধ থাকবে। 

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

দক্ষিণ সিটির নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তা-কর্মচারিরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ভোগ করবেন।

এছাড়াও নির্বাচনী এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারিরা সাধারণ ছুটির আওতায় থাকবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে সব ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এজন্য সব রাষ্ট্রায়াত্ব ও তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর