ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১
good-food
১৮

ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলো ফ্লাই জিন্নাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ৪ ফেব্রুয়ারি ২০২৫  

ঢাকা ও করাচির মধ্যে চালু হতে হচ্ছে সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ফ্লাই জিন্নাহ আমাদের কাছে আবেদন করেছিল আমরা অনুমোদন করেছি। কার্যক্রম শুরু করার জন্য ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। একবার তারা স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে, আমরা সরবরাহ করব। 

 

গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।