ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৫

ঢাকা টঙ্গী রুটে ডাবল রেললাইন চালু হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ৮ ফেব্রুয়ারি ২০২৩  

অবশেষে ঢাকা-টঙ্গী রুটে ডাবল রেললাইন চালু হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী এই ডাবল রেললাইন উদ্বোধন করবেন। ১২ কিলোমিটার ডাবল রেললাইন চালু হলে এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময় অনেক কমে আসবে। 

 

প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় সবকটি ট্রেন টঙ্গী-জয়দেবপুর সেকশনে কমবেশি আটকা পড়ে। কখনো ২০ মিনিট, কখনো বা ১ ঘণ্টার বেশি। এ পথে সিঙ্গেল লাইন থাকায় একটি ট্রেন পার হওয়ার পর আরেকটি ট্রেন চালাতে হয়। আবার সিগন্যালিং পেতে ট্রেনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আউটারে দাঁড় করে রাখতে হয়।

 

এ বিড়ম্বনা দুর করতে  এ রুটে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা হয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) অর্থায়নে নির্মিত ‘ঢাকা-জয়দেবপুর ৩য় ও ৪র্থ লাইন স্থাপন প্রকল্প’-এ মোট ৪২ কিলোমিটার রেলপথের মধ্যে টঙ্গী-জয়দেবপুর ১২ কিলোমিটার রেলপথ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন উদ্বোধনী অনুষ্ঠানে জয়দেবপুর রেল স্টেশন থেকে যোগদান করবেন। 

 

প্রকল্প প্রকল্প পরিচালক প্রকৌশলী নাজনীন আরা কেয়া জানান,  টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেলপথের কাজ সমাপ্ত হয়েছে।  উদ্বোধনের ফলে ঢাকা-পশ্চিমাঞ্চল রেলপথে গতি বাড়িয়ে ট্রেন পরিচালনা সম্ভব হবে। ডাবল লাইন না থাকায় ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে রাখা হতো। উদ্বোধনের পরই এ রুটে ট্রেন চলবে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত থার্ড লাইন  নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

 

এ ব্যাপারে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান,   প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমাদের চলমান প্রকল্পগুলো সমাপ্ত হলে রেলে আমূল পরিবর্তন আসবে।  ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তিনটি রুটে প্রায় ৭০ কিলোমিটার নতুন ডুয়েলগেজ ডাবল লাইন ভার্চুয়ালি উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে এসব লাইনে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলবে। এতে রেলের আয় বৃদ্ধির সঙ্গে সেবা বাড়বে। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলমান ট্রেনের সময়সীমা কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্ত্রী জানান।