ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৮৩

ঢাকা-পঞ্চগড় রুটে ঈদের আগেই বিরতিহীন ট্রেন চালু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৮ ১৪ মে ২০১৯  

পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা- পঞ্চগড় রুটে আরেকটি বিরতিহীন ট্রেন চালু হচ্ছে । নতুন এ ট্রেনটি চালু হলে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীরা উপকার পাবেন।

জানা যায়, গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী থেকে ঢাকাগামী বিরতিহীন ট্রেনটি উদ্বোধন করেন। এবার আসন্ন ঈদের আগেই ঢাকা টু পঞ্চগড় নতুন ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকা থেকে রেলপথে পঞ্চগড়ের দূরত্ব ৬৩৯ কিলোমিটার। নতুন ট্রেনটি বিরতিহীনভাবে ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট থেকে সরাসরি পার্বতীপুর-দিনাজপুর, সেতাবগঞ্জ. পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়ার পরে শেষ স্টেশন পঞ্চগড় পৌঁছাবে।
বর্তমানে পঞ্চগড় টু ঢাকা দু’টি আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। এবার বিরতিহীন ট্রেন চালু হলে আগের তুলনায় দিনাজপুর-ঠাকুরগাও- পঞ্চগড়বাসীর রেলপথে যাতায়াতে অনেক সুবিধা হবে।

দৈনিক সমকালের ঠাকুরগা জেলা প্রতিনিধি সামসুজ্জোহা জানান, বর্তমানে রেলপথ অনেক উন্নত হয়েছে। দু’টি আন্তঃনগর ট্রেনের পর এবার পঞ্চগড়ের জন্য বিরতিহীন ট্রেন চালু হচ্ছে। এটি অবশ্যই সুখবর। এখন সাধারণ যাত্রীদের টিকিট সংকটে ভুগতে হবে না।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম  জানান, আগামী ২৬ মের মধ্যে ট্রেনটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে ট্রেনটি উদ্বোধন ও নামকরণ করবেন, তাই এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক রাশেদ আরা গণি জানান, আগামী ২৬ মে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে।
তিনি আরো জানান, বিরতিহীন হিসেবে চালু করা হলেও মূলত সেমিব্রেক (স্বল্প বিরতি) হিসেবে ট্রেনটি চলাচল করবে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত পিটি ইনকার ১২টি বিলাস বহুল কোচ সমৃদ্ধ ট্রেনটিতে ৯০০ আসন থাকছে বলে তিনি জানান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর